
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় তানজিলা আক্তার মিষ্টি (১৭) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তানজিলা আক্তার উপজেলার কন্দর্পপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, কলেজ ছাত্রী তানজিলা আক্তার মিষ্টির সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটি বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমে প্রতারিত হয়ে বুধবার সকালে মেয়েটি তার নিজ বাড়িতে বিষপান করে। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন খুলনার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সে মারা যায়। বিকেলে তার মরদেহ বাড়িতে আনলে পরিবারসহ স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের কন্দর্পপুর গ্রামের ইউপি সদস্য মুক্তাহিরুল হক বলেন, একটি ছেলের সঙ্গে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটি বিয়ে করতে রাজি না হওয়ায় ও তাদের ভেতর সম্পর্কের অবনটি ঘটলে সে বিষপান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে ওই মেয়েটির বাড়িতে গিয়েছিলাম। মেয়েটি খুলনায় মারা যাওয়ায় সেখানে তার সুরতহাল ও ময়নাতদন্ত হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: