কেশবপুরে এক স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা" থানায় অভিযোগ

অলিয়ার রহমান | প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩ ০৬:১৯

অলিয়ার রহমান
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩ ০৬:১৯

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে রুপম মল্লিক নামে (৯) এক স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সে উপজেলার কাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার ঘটনা উল্লেখ করে ওই ছাত্রের বাবা উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত কুমার মল্লিক থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্র জানা গেছে, বুধবার বিকালে স্কুল ছাত্র রুপম মল্লিক (৯) ও তার সহপাঠী তোফাজ্জেল হোসেন তুফান (৯) বিদ্যালয় থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কাস্তা গ্রামের নাসিরুল মোড়লের রাইচ মিলের সামনে থেকে একটি ইজিবাইক তাদের গতিরোধ করে। এ সময় ইজিবাইকে থাকা অপরিচিত ব্যক্তিরা স্কুল ছাত্র রুপম মল্লিকের হাত ধরে টেনে জোরপূর্বক ইজিবাইকের মধ্যে তোলে। রুপমের সঙ্গে থাকা তার সহপাঠী তোফাজ্জেল চিৎকার চেচামেচি শুরু করলে অজ্ঞাতনামা ব্যক্তিরা ইজি বাইকের ভেতর থেকে রুপমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়।
রুপমের বাবা শিক্ষক সুশান্ত কুমার মল্লিক জানায়, তার ছেলে রুপমকে অপহরণ করার উদ্দেশ্যে ওই দুর্বৃত্তরা এ কাজটি করতে পারে। রুপম পড়ে গিয়ে আঘাত পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার মনের ভেতর এখনও ভয় কাজ করছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ #




আপনার মূল্যবান মতামত দিন: