বিশেষ প্রতিনিধি।।
সিলেটের পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার নেপথ্যে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে আটক করে পুলিশে কাছে দিয়েছে খাঁসিয়া পল্লীর বাসিন্দারা। বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে যুবক নিহতের ঘটনার ২৮ দিনপর কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে আটক করে। আটকের পরপরই তাকে বরখাস্ত করা হয়েছে। সিলেট পিবিআই’র পুলিশ সুপার খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পুলিশ হেফাজতে গত ১১ অক্টোবর সিলেট নগরীর আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ পুলিশ হেফাজতে নির্যােতনে মারা যাওয়ার ঘটনায় এসএমপির এসআই আকবরসহ ৪ জনকে সাময়িক বহিস্কার ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। বরখাস্তদের মধ্যে রয়েছেন কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ ও টিটু দাস। প্রত্যাহার হওয়া তিনজন হলেন এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।
এরপর থেকেই বন্দর বাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়া (বরখাস্তকৃত) পালিয়ে যায়। আকবর কানাইঘাটের ডনা সীমান্তের ওপারে খাসিয়া পল্লীতে পালিয়ে বসবাস করছিলেন। গতরাতে খাসিয়ারা কৌশল করে তাকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ভারতে পালিয়ে যাওয়ার সময় কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
                                    
        
                                                                                                                
                                            
                                                                        
                                    
                                    
                                
                                    
                                    
                            
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: