কেশবপুরে কপোতাক্ষ ফিউচার পার্কের মালিককে জরিমানা

অলিয়ার রহমান | প্রকাশিত: ৩ মে ২০২৩ ০৪:৫০

অলিয়ার রহমান
প্রকাশিত: ৩ মে ২০২৩ ০৪:৫০

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ ফিউচার পার্কে অসামাজিক কর্মকান্ডের অপরাধে পার্ক মালিককে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কপোতাক্ষ ফিউচার পার্কে অসামাজিক কর্মকান্ড চলার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ওই পার্কে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। অভিযান পরিচালনাকালে পার্কের ভেতর ৩ যুগলকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এ সময় পার্কের ভেতর অসামাজিক কর্মকান্ড চলার অপরাধে পার্কের মালিক মিজানুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। #




আপনার মূল্যবান মতামত দিন: