যশোরে প্রেমিককে দিয়ে স্বামী খুন করালেন স্ত্রী

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ ০৬:৫৫

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ ০৬:৫৫

ছবিঃ নিউজ

কেশবপুর ( যশোর) প্রতিনিধিঃ


চাচা সোহেল রানার সাথে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো জিসানের। অন্যদিকে খুশি মিম ও তার সাবেক প্রেমিক ফারাব্বির সাথেও সোহেলের ছিলো শক্রুতা । এই সুযোগে জিসান প্রতিশোধ নিতে চাচী ও তার প্রেমিক ফারাব্বির সাথে আতাঁত করে । তিনজন মিলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় প্রবাসী সোহেলকে। তবে, শেষ রক্ষা হয়নি তার। দুবাই প্রবাসী সোহেল হত্যায় স্ত্রী খুশি মিম ও ভাইপো হালসা বিশ্বাসপাড়ার জিয়াদুল ইসলাম ওরফে জিসাননে আটক করা হয়েছে । আটকের পর এসব তথ্য জানিয়েছেন জেলা ডিবি পুলিশ। তবে, খুশির সাবেক প্রেমিক ফারাব্বিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

গত ১৩ এপ্রিল সন্ধ্যায় সদর উপজেলার চান্দুটিয়া-মঠবাড়ি গ্রামের মাঝে বুকভরা বাওড়ের পাশে দুবাই প্রবাসী সোহেল রানাকে হত্যা করা হয়। হত্যার পরে শুক্রবার নিহতের ভাই শাকিল খান বাদী হয়ে নিহতের স্ত্রী খুশি মিম, তার ভাতিজা জিয়াদুল ইসলাম জিসান ও খুশির সাবেক প্রেমিক ফারাব্বিকে আসামি করে মামলা করেন। মামলার পরে যশোর কোতয়ালী থানা ও জেলা ডিবি পুলিশের সদস্যরা খুশি ও জিসানকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাতিজা জিসান হত্যাকান্ডের বিষয়টি স্বিকার করেছন।

নিহত সোহেল রানার ভাইপো ঘাতক জিসান আরও জানায়, সেই পরিকল্পনা অনুযায়ী ১২ এপ্রিল রাত সাতটার পর চাচা সোহেলকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে উঠায়। এসময় বিষয়টি জানিয়ে দেয় ফারাব্বিকে। যাওয়ার পথে প্রতিমধ্যে মঠভেড়ির রাস্তায় নিরিবিলি এলাকায় ওৎ পেতে থাকে তারা। ঘটনাস্থলে পৌছালে পূর্বপরিকল্পিতভাবে ফারাব্বিসহ তার সহযোগিরা সোহেলের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র নিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। পুলিশ তদন্তকরে এই দুইজনকে আটক করে। এ বিষয়ে ডিবি পুলিশের উপ পরিদরশক মফিজুল ইসলাম বলেন, জড়িত ফারাবিসহ অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: