
মাগুরার গোয়েন্দা শাখা "ডিবি" কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০১ "এক" জন মাদকব্যবসায়ী গ্রেফতার এবং ২০০ "দুইশত" গ্রাম গাঁজা উদ্ধার।
মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জেলা গোয়েন্দা শাখা "ডিবি" এসআই মোহাম্মদ অহিদুর রহমান এর নেতৃত্বে একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন চাউলিয়া ইউনিয়নের গোয়ালখালী -মোল্যাপাড়া -গ্রামস্থ মসজিদের পাশে জনৈক মোঃ মিন্টু মোল্যার চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজা সহ মোঃ অনু বিশ্বাস "৫২", পিতা- মৃত আলাউদ্দিন বিশ্বাস, সাং- গোয়ালখালী, মোল্যাপাড়া। থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা
এ সংক্রান্ত বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে মাগুরা সদর থানা পুলিশ।

আপনার মূল্যবান মতামত দিন: