
স্থানীয় সরকার, পল্লী উন্নায়ন ও সমবায় মন্ত্রালয় এর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি'র উপস্থিতিতে আওয়ামী লীগ এর দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণ হয়েছে। গত বুধবার (২২ ফেব্রুয়ারি) যশোরের মণিরামপুর শ্যামকুড় ইউনিয়ন এর নাগোরঘোপ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও নব নির্মিত ৪ তলা ভবন উদ্বোধনের সময় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয় এর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এ সময় শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মণিরুজ্জামান মনি এবং দলীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের লোকজন প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে ফুলেল শুভেচ্ছা জানানোকে নিয়ে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে তা রূপনেয় ধাওয়া-পাল্টা ধাওয়ায়। এ সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বর্তমান চেয়ারম্যান আলমগীরের লোকজন আমার কর্মীদের ওপর অযাচিতভাবে হামলা করেছে এবং ডেকোরেশন সাউন্ড স্টিটেমের মালামালসহ একাধিক চেয়ার ভাঙ্গাচুর সহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে যাতেকরে অনুষ্ঠান না হয়। আমি এর সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনাটি সম্পূর্ণ বর্তমান চেয়ারম্যান ইন্জিনিয়ার আলমগীর হোসেনে ও তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ঘটেছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ঘটনা বেশি দূর গড়ায়নি,কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা চেয়ারে বসা নিয়ে গন্ডগোল করে, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনা নিয়ন্ত্রণ করেছি। এব্যাপারে কোন অভিযোগ হয়নি, অভিযোগ হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
তবে বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেনের মুঠোফোনে এ বিষয় সম্পর্কে জানতে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু ফোন ঢুকলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মূল্যবান মতামত দিন: