ঝিনাইদহে ভেজাল গুড় তৈরির সময় কারবারি আটক

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৫

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৫

ছবি- নিউজ প্রতিনিধি।

ঝিনাইদহে ভেজাল গুড় তৈরির সময় বছির উদ্দিন মন্ডল নামে এক কারবারিকে

আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের বছির উদ্দিনের নিজ বাড়ি থেকে ১শ ৫ কেজি চিনি মিশ্রিত ভেজাল গুড়সহ তাকে আটক করে। আটক বছির হাশেম উদ্দিন মন্ডলের ছেলে।

এ বিষয়ে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের এস আই আবু সায়েম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি পীর গোলাপ পুর গ্রামে চিনি, হাইড্রোজ ও ফিটকিরি মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। উক্ত সংবাদের
ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরি করা অবস্থায় হাতেনাতে বছির উদ্দিনকে
আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।




আপনার মূল্যবান মতামত দিন: