স্বামীকে হত্যা করে বস্তাবন্দি মৃতদেহ নদীতে ফেলার আড়াই বছর পর স্ত্রী আটক

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৩

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৩

ছবি- নিউজ প্রতিনিধি।

ঢাকার কেরানীগঞ্জে স্বামী আসলাম উদ্দিনকে হত্যা করে বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার অড়াই বছর পর পলাতক স্ত্রী উম্মে হাবিবা কণা (৩৪) কে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা এলাকার দেবুর বাগানের বাসিন্দা মামাতো ভাই কাঠমিস্ত্রী কাসেম এর বাড়ি থেকে আটক করেছে

র‌্যাব-৬। গতকাল বুধবার সকাল আনুমানিক ৯ টার দিকে তাকে আটক করা হয় ।
আটক উম্মে হাবিবা কণা ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কবুতরপাড়ার বাসিন্দা কামাল পাশার কন্যা।
জানা গেছে, আটক উম্মে হাবিবা কণার আসলামের সাথে বিবাহ হওয়ার আগে আরো দুটো বিয়ে ছিল। কণার দ্বিতীয় স্বামী ডালিমের ঘরে চাঁদনি (১৪) হায়াতী (৯) নামের ২টি কন্যা সন্তান ও মৃত আসলামের ঘরে আবির(৪) নামের একটি পুত্র সন্তান রয়েছে।
গতকাল দুপুরে র‌্যাব-৬ এক প্রেস ব্রিফিংএ জানায়, গত ০৫ জুলাই ২০২০ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পোস্তগোলা ব্রীজের নিকটে বুড়িগঙ্গা নদী হতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল। উদ্ধারকৃত মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশ। তাৎক্ষনিক ভিকটিমের পরিচয় ও আত্নীয়-স্বজন না পাওয়ায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ডিএনএ টেস্টের মাধ্যমে ভিকটিমের নাম ও পরিচয় নিশ্চিত হয়। ভিকটিম যশোর জেলার চৌগাছা থানাধীন মৃত নান্নু মিয়ার ছেলে মোঃ আসলাম উদ্দিন বলে জানা যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তদন্তের ভিত্তিতে জানতে পারে ভিকটিমের স্ত্রী উম্মে হাবিবা কণা ও তার ২নং স্বামী মোঃ ডালিম পূর্ব পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে ভিকটিমকে হত্যা করে বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। আসামী উম্মে হাবিবা কণা একাধিক বিয়ের মাধ্যমে স্বামীদের নিকট হতে কৌশলে অর্থ আত্মসাৎ করতো। অর্থ আত্নসাৎ ও পারিবারিক বিরোধের জের ধরে আসামীদ্বয় এই হত্যাকান্ড ঘটায় এবং আলামত গোপন করার নিমিত্তে মৃতদেহ বস্তায় ঢুকিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। পলাতক আসামী উম্মে হাবিবা কণা যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া এলাকায় আত্মগোপনে আছে মর্মে র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিশ্চিত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে দীর্ঘ আড়াই বছর পলাতক আসলাম হত্যা মামলার আসামী স্ত্রী উম্মে হাবিবা কণাকে
আটক করে।
র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় ভিকটিম তার ৩য় স্বামী ছিল এবং তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ থাকায় এই হত্যাকান্ড ঘটায়। আটককৃত আসামীকে উক্ত মামলা মূলে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: