পুলিশের অভিযানে ৬ সুদে কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২৯

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২৯

ছবি- নিউজ প্রতিনিধি।

ঝিনাইদহে বেআইনিভাবে সুদের কারবার চালানোর অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- হরিহরা গ্রামের জাহাঙ্গীর হোসেন, ব্রাহিমপুর গ্রামের আমজাদ হোসেন, বারইপাড়া গ্রামের রহিম শেখ, শেখপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান, ভাটই গ্রামের পলাশ হোসেন ও চাঁদপুর গ্রামের পিয়ার আলী।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, তারা প্রত্যেকেই এলাকায় প্রভাবশালী। তারা দীর্ঘদিন ধরে সুদের কারবার চালিয়ে আসছিল। অনেক দরিদ্র মানুষ তাদের কাছ টাকা ঋণ নিয়ে সুদ দিতে দিতে নিঃস্ব হয়ে গেছে। টাকা ধার দেয়ার সময় ব্যাংক চেকে স্বাক্ষর করিয়ে নিতো
তারা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: