চিরিরবন্দরে ৪ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার।। | প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৮

স্টাফ রিপোর্টার।।
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৮

ছবি- সমসাময়িক ফটো।

দিনাজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক অভিযান অব্যাহত রেখে চিরিরবন্দরে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছেন চিরিরবন্দর থানা পুলিশ।

গত সোমবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মেক্সির বাজার নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম ও আব্দুল কাদের।

আটক দুই মাদক বিক্রেতার একজন চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের আতিকুর রহমান এর পুত্র মহসিন আলী (৩৬) ও একই গ্রামের আকতার মন্ডল এর ছেলে মিঠুন ওরফে মিঠু (৩০)।

পরে আটক মাদক ব্যবসায়ীর সাথে থাকা ৪ কেজি গাঁজা জব্দ করা হয় এবং মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, "গাঁজাসহ আটক দুজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে"।




আপনার মূল্যবান মতামত দিন: