
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে বৃহস্পতিবার (১২জানুয়ারী) রাতে উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০টি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ ও একটি দেয়াল ঘড়ি চুরি হয়েছে। এ ব্যাপারে ১৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে ।
মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, চোরেরা অফিস রুমসহ শ্রেণি কক্ষের তালা ভেঙ্গে ২০টি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি দেয়াল ঘড়ি ও বিদ্যালয় থেকে অন্যান্য মালামাল চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও উপজেলার সন্ন্যাশগাছা, আগরহাটী,বেলকাটি ও মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বিভিন্ন জিনিস পত্র চুরি হয়েছে।#

আপনার মূল্যবান মতামত দিন: