
ছবিঃ নিউজ
ওসমান গনি ,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ৭০ কেজি গাঁজা, ২৭৩বোতল ফেন্সিডিল,তিন বোতল বিদেশী মদসহ একটি প্রাইভেট কার আটক করেছে গজারিয়া থানা পুলিশ। বৃহস্পতি বার সকাল ১০ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া নামক স্থানে চেক পোস্ট পরিচালনা কালে একটি প্রাইভেট কার গ্রামের ভিতর ঢুকে যায়,পুলিশ ধাওয়া করে বাউশিয়ার ফরাজীকান্দীস্থ এলাকায় জনৈক মফিজ উদ্দীন প্রধান এর বাড়ীর সামনে মাটির রাস্তা থেকে ঢাকা মেট্রো গ ২৮-৩৭৬১ প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে,স্থানীয় গ্রামবাসীর উপস্থিতি ও সহায়তায় ঐ কার থেকে এই মাদক জব্দ করে।জানা যায়,জব্দকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ১৬লক্ষ টাকা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন,গাড়ির চালক পলাতক রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

undefined
আপনার মূল্যবান মতামত দিন: