গাইবান্ধার ধর্ষণের পলাতক আসামি শেরপুরে গ্রেফতার

অভিজিৎ কুমার দাস, গাইবান্ধা জেলা প্রতিনিধি।। | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ০৮:৩০

অভিজিৎ কুমার দাস, গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ০৮:৩০

ছবি- নিউজ প্রতিনিধি।।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এক তরুণীর গণধর্ষণের দায়ের করা প্রধান আসামি রাফিউল শেখ (২৭) কে বগুড়ার শেরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র এএসপি পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ জানায়,গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাদুল্লাপুর উপজেলার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামি রাফিউল শেখ বগুড়ার শেরপুর থানা এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে রাফিউল শেখকে গ্রেফতার করা হয়। সে সাদুল্লাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের মোজাহার শেখের ছেলে।

মোস্তাফিজুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি ধর্ষণের নের্তৃত্বদান ও ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। 

আসামী রাফিউল শেখকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: