কেশবপুরে এক সার ব্যবসায়ীকে জরিমানা

অলিয়ার রহমান | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ০৫:০৪

অলিয়ার রহমান
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ০৫:০৪

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে বেশি দামে সার বিক্রি করার অপরাধে শম্ভু আইচ নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সুফলাকাটি বাজারের সার ব্যবসায়ী শম্ভু আইচ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ওই দোকানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী শম্ভু আইচকে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার। #




আপনার মূল্যবান মতামত দিন: