কেশবপুরে যাতায়াতের রাস্তা কেটে দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ০৯:২৯

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ০৯:২৯

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ প্রতিনিধি।

কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের কেশবপুরে যাতায়াতের রাস্তা কেটে দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মঙ্গলকোট এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট উত্তরপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার কর্মসূচির লোক দিয়ে ওই এলাকার মানুষের যাতায়াতের জন্য একটি কাচা রাস্তা করে দেন। মঙ্গলবার সকালে একই গ্রামের রবিউল ইসলাম (৪৫), রেজাউল ইসলাম (৫৫), সিরাজুল ইসলাম (৫০), তরিকুল ইসলাম (১৯), মনিরুল ইসলাম (৩৩) ও মাহাবুর রহমান (৩৮) পূর্ব শত্রুতার জেরে যাতায়াতের ওই রাস্তা কাটতে থাকে। এ সময় বাধা দিলে তাদের হামলায় মোস্তাফিজুর রহমান (৩২), আলী হাসান (৩৩), অলিয়ার রহমান (৭০) ও আকলিমা বেগম (৪৫) আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত মোস্তাফিজুর রহমান রহমান বলেন, ওই ব্যক্তিদের আঘাতে তার ডান হাতের কনুইয়ের নিচে ভেঙ্গে গেছে। এছাড়া তার চাচাতো ভাই আলী হাসানের বুড়ো আঙ্গুলে কোদালের কোপ লেগে রক্তাক্ত জখম হয়। থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
অভিযোগের বিষয়ে মনিরুল ইসলাম বলেন, বৃষ্টির পানি সরানোর জন্য রাস্তা কাটা হচ্ছিল। তারা বাধা দেওয়ায় গন্ডগোলের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস বলেন, এলাকার লোকজনের যাতায়াতের জন্য কর্মসূচির লোক দিয়ে ওই রাস্তাটি করে দেওয়া হয়। রাস্তা কেটে দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের বিষয়ে শুনেছি। সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। #




আপনার মূল্যবান মতামত দিন: