কেশবপুরে চিনির দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

অলিয়ার রহমান,কেশবপুর যশোর প্রতিনিধিঃ | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ০৯:১৫

অলিয়ার রহমান,কেশবপুর যশোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ০৯:১৫

ছবিঃ দৈনিক সমসাময়িক

কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেশবপুরে চিনির দাম বেশি রাখায় দুই মুদি ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই ব্যবসায়ীকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মুদি ব্যবসায়ী গোবিন্দ পাল ও গণেশ পাল বাজার দরের চেয়ে চিনির দাম বেশি রাখায় এবং দোকানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। 




আপনার মূল্যবান মতামত দিন: