
মঙ্গলবার দুপুর আনুমানিক ২.৩০ মিনটের সময় দূর্বাডাঙ্গা ইউনিয়নের কুশোরীকোনা পালপাড়া মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করে।
আটককৃতরা হল মণিরামপুর উপজেলাধীন কোনাকোলা গ্রামের আসাদুল গাজীর ছেলে আলামিন গাজী (২৫) ইউনুচ গাজীর ছেলে শরিফুল গাজী (২৭) ও গফুর গাজীর ছেলে ইমরান হোসেন (৩০)।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃআতিকুজ্জামান এর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স এ.এস.আই মোঃ জাহিদ হাসান ও এ.এস.আই শরিফুল ইসলামকে নিয়ে তাদের আটক করেন। আটককৃতরা মণিরামপুর থানা হেফাজাতে আছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে কোনাকোলা গ্রামের মৃত-কলিম দফাদারের ছেলে ইকবাল দফাদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রাজ-রাজত্ব কায়েম করে চলেছে, পুলিশ ইকবালকে ধরার জন্য অভিযান অব্যহত রেখেছে।
মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকনিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান এসপি প্রলয় কুমার জোয়াদ্দার স্যার এর নির্দেশে মণিরামপুর থেকে মাদক জিরো টলারেন্স করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: