
যশোরের কেশবপুরে কৃষক শহিদুল ইসলামের রোপণকৃত ফলন্ত ঝাল গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের মৃত ফজলু করিম মোড়লের ছেলে কৃষক শহিদুল ইসলাম ১২ শতক জমিতে ঝাল গাছ রোপণ করেন।শুক্রবার সকালে প্রতিবেশী আলতাপোল গ্রামের মৃত আরজান আলী সরদারের ছেলে আবু বক্কার সিদ্দিক (৬৫), লিয়াকত আলী (৬০), নফর আলী (৫৫), শুকুর আলী (৫০), লিয়াকত আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) ও আবু বক্কার সিদ্দিকের ছেলে রবিউল ইসলাম সহ আরো অজ্ঞাতনামা ৫/৬ মিলে ক্ষেতের ওই ফলন্ত ঝাল গাছ কেটে নষ্ট করে দেয়। ওই সময় তাদেরকে বঁাধা নিষেধ করতে গেলে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর বৃহস্পতিবার সকালে ওই জমিতে রোপনকৃত সাদা শাক জোর পূর্বক তুলে নিয়ে গেছে। ফলন্ত ঝাল গাছ কেটে ও সাদা শাক তুলে নিয়ে যাওয়ায় ওই কৃষকের প্রায় ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
কৃষক শহিদুল ইসলাম বলেন, ৭২ নং আলতাপোল মৌজার আর.এস ২১৩২ খতিয়ানের সাবেক ২৭৩০, হাল ৯৩৮৮ দাগের ১.৩০ শতক জমির মধ্যে ১২ শতক জমি নিয়ে আবু বক্কার সিদ্দিক গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ ব্যাপারে কেশবপুর থানা সহকারী উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: