গজারিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ওসমান গনি

গজারিয়া প্রতিনিধি।। | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০৭:৪৭

গজারিয়া প্রতিনিধি।।
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০৭:৪৭

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গেল বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে সমূদয় ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষী গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. পারভেজ মিয়া(৪৩), একই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের ইমামুল হকের ছেলে আরিফুর রহমান (৪৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
গজারিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা ভূইয়া ও সহকারী উপ-পরিদর্শক মামুন হোসাইনের নেতৃত্বে গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষী গ্রামে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ মো.পারভেজ মিয়া কে গ্রেফতার করে।

অন্যদিকে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. খালেদ উদ্দীনের নেতৃত্বে একই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা সহ আরিফুর রহমান কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানা যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোয়েব আলী বলেন, গজারিয়া থানা পুলিশ মাদকের বিরুদ্ধে সোচ্চার। গজারিয়া কে মাদক মুক্ত করতে যা যা প্রয়োজন তাই আমরা করব। হয় আমি থাকব, না হয় মাদক থাকবে। আসামিদের আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: