পাইকগাছায় আবারও বাল্য বিবাহ বন্ধ করে দিলেন ইউএনও মমতাজ বেগম

মোঃ মানছুর রহমান (জাহিদ)।। | প্রকাশিত: ২৫ জুলাই ২০২২ ০৬:০৪

মোঃ মানছুর রহমান (জাহিদ)।।
প্রকাশিত: ২৫ জুলাই ২০২২ ০৬:০৪

ফাইল ফটো

খুলনার পাইকগাছাতে আবারো নবম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। জানা যায়, রবিবার দুপুরে পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের মোঃ রবিউল ইসলাম তার নবম শ্রেণি পড়ুয়া কন্যা (১৪) কে সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামের মোঃ জামির আলী গাজীর পুত্র মোঃ মাসুম গাজীর সাথে বাল্য বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও আনসার কমান্ডার আবু হানিফ অভিযান চালিয়ে মেয়ের মামা কিনু বিশ্বাস এবং ছেলের ভাই মোঃ সিরাজুল ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের মামা কিনু বিশ্বাসকে তিন হাজার টাকা এবং ছেলের ভাই মোঃ সিরাজুল ইসলামকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে উভয়পক্ষের মুচলেকা নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন বাল্য বিবাহের কোন প্রকার ছাড় দেওয়া যাবে না ।পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি ও সুধী সমাজের কাছে বাল্যবিবাহ প্রতিরোধে সহযোগিতা কামনা করেন।




আপনার মূল্যবান মতামত দিন: