যশোরে ইউপি সদস্যকে নির্মম ভাবে হত্যা

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২২ জুন ২০২২ ১৭:৫০

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২২ জুন ২০২২ ১৭:৫০

ফাইল ফটো

যশোরের বেনাপোলে বাঁগআচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলুকে বোমা মেরে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ জুন) রাত ১০ টার সময় উপজেলার বালুন্ডা বাজারে তাকে হত্যা করা হয়।
নিহত বাবলু মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাবলু নিজেও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিলেন, তার নামে একাধিক মামলা রয়েছে।
এলাকায় প্রভাব-প্রতিপত্তি ও প্রতিহিংসার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা স্থানীয়দের। এ ঘটনার পর এলাকার মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় পুলিশের একাধিক টিম কাজ করেছে।




আপনার মূল্যবান মতামত দিন: