
মাগুরার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ মাহফুজুর রহমান ওরফে মাহফুজ সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে আলসার ইউনিয়নের বদনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
সাবেক ইউপি সদস্য মাহফুজুর রহমান বর্তমানে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এবং শ্রীপুর উপজেলার ২ নং আমলসার ইউনিয়ন শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আমলসার ইউনিয়নের বদনপুর গ্রামের মৃত সুরত আলী বিশ্বাসের ছেলে।
গুরুতর জখম শ্রমিক লীগ ও আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমানের ভাই শহিদুল ইসলাম বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে বদনপুর এলাকায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা শাখা বিএনপির বিদ্রোহী গ্রুপের সভাপতি মোঃ বদরুল আলম হিরোর নেতৃত্বে থাকা একদল সন্ত্রাসী আমার ভাই মাহফুজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সেখানে ফেলে রেখে চলে যায়।
দুর্বৃত্তরা সবাই বদরুল আলম হিরোর গুন্ডা বাহিনীর সদস্য বলে তিনি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন।
শহীদুল ইসলাম আরও বলেন, আমার ভাই পরপর দুইবার আমলসার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার ভাই নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু সেখানে হিরোর অনুসারী ফারুক হোসেন এবার মেম্বার নির্বাচিত হন।
মূলত নির্বাচনের পর আমার ভাই প্রার্থী হওয়ার কারণেই বিএনপি নেতা বদরুল আলম হিরো আমার ভাইকে বিভিন্ন সময় মারার পরিকল্পনা করে আসছিলেন।
শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মুজিবুর রহমান বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমকে বলেন, বর্তমানে মাহফুজ রহমানের অবস্থা আশঙ্কাজনক। আমরা সবাই এখন হাসপাতালে রয়েছি।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কৃষ্ণপদ সরকার বলেন, মাহফুজুর রহমানের শরীরের বিভিন্ন জায়গায় কোপের আঘাত রয়েছে। বর্তমানে তিনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার বলেন, ঘটনাটি আমরা জেনেছি তাকে বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: