টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার

মো. মাহবুবুর রহমান জিলামী (টঙ্গী থেকে)।। | প্রকাশিত: ২ জুন ২০২২ ১০:০৬

মো. মাহবুবুর রহমান জিলামী (টঙ্গী থেকে)।।
প্রকাশিত: ২ জুন ২০২২ ১০:০৬

গ্রেফকারকৃত ডাকাতদলের চার সদস্য।

 

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
বুধবার (১ লা জুন) ভোরে টঙ্গীর মিলগেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের টঙ্গীর সান্দারপারের আব্দুল লতিফের ছেলে মো. রানা (২০), হাজী মাজার বস্তি এলাকার আমিরুলের ছেলে মো. সাগর (২০), একই এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন (২০) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সাগর হোসেন অরফে বড় সাগর।

টঙ্গী পশ্চিম থানার এস.আই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে টঙ্গীর মিল গেট এলাকায় কতিপয় দুষ্কুতিকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে ঘটনাস্থলে পৌছে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের হেফাজতে থাকা ৪টি ছোরা উদ্ধার করা হয়।

টঙ্গীর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, আসামীগন একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদীন যাবৎ টঙ্গীতে ছিনতাই ও ডাকাতি করিয়া আসিতেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




আপনার মূল্যবান মতামত দিন: