
যশোরের বেনাপোলে পৃথক দুইটি অভিযানে ২৫০ বোতল ফেন্সিডিল সহ জাকির হোসেন (৫১), মোঃ জাহিদুল ইসলাম (৩৫), নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
আটক জাকির হোসেন পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আবুল হোসেনে পুত্র ও
জাহিদুল একই থানা এলাকার
শিবনাথপুর গ্রামের
তাহাজ্জৎ আলীর পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়,
পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে আজ ২৭ মে (শুক্রবার) সকাল ৬:৩০ টায় নতুন থানা ভবনের সামনে পাকা রাস্তার উপর হতে ১৫০ বোতল ফেন্সিডিল সহ আসামী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও গতকাল ২৬ মে বৃহস্পতিবার বিকাল ৪:২০ টায় বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারপোতা গ্রাম থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ মামলার পলাতক আসামী জাহিদুলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানান , জাহিদুলের একজন চিহ্নিত মাদক কারবারি তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় পৃথক মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

আপনার মূল্যবান মতামত দিন: