
চট্টগ্রামের পটিয়ায় গরু- মহিষ চুরি হিড়িক খামারিরা বিপাকে পড়েছে। মঙ্গলবার উপজেলার কোলাগাও ইউনিয়ন লাখেরা এলাকা থেকে একটি আনুমানিক মুল্য ১ লাখ ৪০ হাজার টাকার চুরি হয়ে য়াওয়া মহিষ স্থানীয় জনগণের সহায়তায় দুই চুরকে আটক করে মহিষ উদ্ধার করে পটিয়া ও কালারপোল থানার পুলিশ মহিষ চুর মোঃ বাবলু ও মঞ্জু নামে দুইজনকে আটক করে । মহিষ এর মালিক কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাও জামাল হোসেন এর ছেলে রাকিব উদ্দিন। সে জানান,২১ মে বিকেলে কাশিয়াইশ বিল থেকে তার পালিত মহিষটি চুরি করে নিয়ে যায় বাবলুসহ ৫/৬ জন এঘটনায় পটিয়া থানায় মামলা রুজু হয়েছে। এদিকে বড়লিয়া ইউনিয়নে খুল্লা মিয়া সওদাগরের বাড়ির ২৩ মে সন্ধা সাড়ে ৬টার দিকে তার গোয়াল ঘরের সাদা কালো লাল রঙের বাছুরসহ তিনটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য আড়াই লাখ টাকা বলে ভুক্তভোগী হোছনেয়ার বেগম জানান।এঘটনায় পটিয়া থানায় সাধারণ ডায়েরি রুজু হয়েছে এস আই জলিল জানান। এর আগে উপজেলার ধলঘাট এলাকায় জুয়েল দাশ নামে এক ব্যাক্তির দুইটি গরু চুরি হয়ে যায়।সেও থানায় অভিযোগ দিয়ে কোন প্রতিকার পায়নি বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেন। গত এপ্রিল মাসে মাসুদ ডেইরি ফার্ম থেকে ৫টি বড় গরু চুরি করে নিয়ে যায় চুরের দল। যার আনুমানিক মুল্যা ১১ লাখ টাকা বলে ডেইরি ফার্ম মালিক মাসুদ জানান। এছাড়াও পটিয়া উপজেলা শত শত গরু চুরি হলেও রহস্যজনক কারণে পুলিশ গরু চুরদের গ্রেপ্তার করতে পারেনি।ফলে খামারিরা ও কৃষক চরম বিপাকে পড়েছে। তারা গরু মহিষ লালন পালনের অনাগ্রহী হয়ে পড়েছে বলে ভুক্তভোগী জঙ্গলখাইনের দিদারুল আলম জানান। এ বিষয়ে ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান,পুলিশ রাতে পাহারা জোরদার করা হয়েছে এবং কৃষক তাদের পশুর দিকে সচেতন দৃষ্টি রাখার আহবান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: