অভয়নগরে বোমা সহ যুবক আটক

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২৪ মে ২০২২ ১০:১৭

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২৪ মে ২০২২ ১০:১৭

ফাইল ফটো

যশোরের অভয়নগরে পাঁচটি তাজা ককটেল বোমা সহ এক যুবককে আটক করেছে র‌্যাব- ৬ সদস্যরা।

রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার তিন নম্বর চলিশিয়া ইউনিয়নের বাগদা পশ্চিমপাড়া জামে মসজিদের পূর্ব পাশে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম ওরফে নয়ন (২৩) নামে এক যুবককে আটক করেছেন। আটক নয়ন যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়েন্তা গ্রামের মৃত তায়েব আলীর ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে: এম নাজিউর রহমান বলেন, রোববার রাতে জানতে পারি একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য ককটেল বোমা নিয়ে অভয়নগরের চলশিয়া ইউনিয়নের বাগদা মসজিদ পাড়া এলাকায় অবস্থান করছে। এ সময়ে সেখানে অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল বোমা সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শামীম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।




আপনার মূল্যবান মতামত দিন: