
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে ৪ নং ওয়ার্ড মফিজ খানের বাড়িতে পৈতৃক সম্পক্তি নিয়ে বিরোধ ও গাছ কাটা নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় ফারজানা আকতার (২০) নামে এক গৃহবধূ আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১১ মে দুপুর ১২টার সময়।এঘটনায় মরহুম আবদুল জলিল চৌধুরীর ছেলে মোঃ আশেক চৌধুরী বাদী হয়ে একই বাড়ির মোঃ শহীদ, মোঃ তৌহিদ, আমানত খান,মোঃ রাশেদ, মোঃ সাইফু, সাকিব, বোরহান, আরফান, আবদুল্লাহ খান, সায়েম, ছলিমা বেগম, শাহনাজ বেগম, হাসিনা বেগম, বুলবুল আকতার বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে। পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়,দীর্ঘদিন যাবত আশেক চৌধুরী গংয়ের সাথে মোঃ শহীদ গংয়ের মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষরা শহিদ ও তৌহিদ এর নেতৃত্বে বহিরাগত সন্রাসী নিয়ে গত ১১ মে দুপুরে আশেক চৌধুরীর পরিবারের বিভিন্ন প্রজাতির ১২ টি ফলন গাছ কেটে নেয়। এসময় আশেক ও তার ভাই বাড়িতে না থাকায় এ সুযোগে গাছ কেটে নেওয়ার আশেক এর স্ত্রী এর কারণ জানতে চাইলে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়। এতে গাছ কেটে নেওয়ায় আশেক চৌধুরীর ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তার অভিযোগ। বিষয়টি উর্ধতন পুলিশ প্রশাসন তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আশেক চৌধুরী বলেন, গাছ কেটে নেওয়ার সময় তাদের কাছে স্থির ভিডিও ছিএ রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: