
চট্টগ্রামের পটিয়ার উপজেলার পুর্ব আশিয়া ৬ নং ওয়ার্ডো পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষে সন্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য নুরুল হক এর বসতঘর ভাংচুর লুটপাট তান্ডব চালিয়ে তার ওমান প্রবাসী ভাই ৫ জন গুরুত্বর আহত করেছে। আহতরা হলেন,ওমান প্রবাসী আবদুল কাদের, আবদুল মালেক, নুরুল ইসলাম, মোঃ সুমন, জেসমিন আকতার ।আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে চিকিৎসা জন্য প্রেরণ করে। এর মধ্যে সুমনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গত ১৮ মে সন্ধা সাড়ে ৭টায় পুর্ব আশিয়ায় । এঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে একই এলাকায় মোকাম্মেল হক, মোঃ সোহেল, বদিউল আলম, মোঃ এয়াকুব নবী,মোঃ ফরিদ, মোঃ হোসেন বাচা,মোস্তাক নবী,মোঃ সৌরভ, মোঃ শামিম,মোঃ সেকুরুল,মোঃ মামুন, রিমন,জয়নেল আবেদীন মদন,মানিক নজরুল ইসলামসহ অজ্ঞাতনামা ৮/১০জনের বিরুদ্ধে পটিয়া থানায় এজাহার দায়ের করেছে। এজাহার সুএে জানাযায় দীর্ঘদিন যাবত আশিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুরুল হক গংদের সাথে প্রতিপক্ষ মোজাম্মল হক গংদের মধ্যে পারিবারিক ও জায়গা নিয়ে বিরোধ চলো আসছিল। ১৮ মে বিকেলে ওমান প্রবাসী আবদুল কাদের ও আবদুল মালেক দেশে আসে। প্রতিপক্ষরা ঐ দিন পূর্বপরিকল্পিতভাবে বেআইনি জনতা গঠন ও বহিরাগত সন্রাসী দলবল নিয়ে দেশীয় অস্ত্র শস্র হাতে নিয়ে অতর্কিত কিরিচ লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে- পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। এসময় বিদেশ থেকে টাকা ও স্বর্ণ অলংকার আনা নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় সন্রাসীরা বসতঘরের দরজা, জানালা ভাংচুর লুটপাট তান্ডব চালিয়ে প্রায় ৫লাখ টাকার ক্ষতিসাধণ করেন বলে ভুক্তভোগী নুরুল ইসলাম জানান। এসময় মহিলাদের পরনের কাপড় চোপড ছিড়ে ফেলে মহিলাদের শ্লীলতাহানি করেন বলে বাদীর অভিযোগ। ঘটনার খবর পেয়ে পটিয়া থানার একদল পুলিশ ঘটনা স্হল পরিদর্শন করেন।
এ বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাাম জানান, এ সংক্রান্ত বিষয়ে একটি এজাহার পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সাবেক ইউপি সদস্য নুরুল হকের পরিবার সন্রাসী হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শনে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছে। এ ব্যপারে বাদী উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

আপনার মূল্যবান মতামত দিন: