থানায় পৃথক দুটি অভিযোগ পটিয়ায় মাদক বিক্রিতে বাধাঁ দেওয়ায় প্রতিবন্ধিসহ মহিলাকে মারধর ও হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা চট্টগ্রাম।। | প্রকাশিত: ১৫ মে ২০২২ ১০:০৩

নিজস্ব সংবাদদাতা চট্টগ্রাম।।
প্রকাশিত: ১৫ মে ২০২২ ১০:০৩

ফাইল ফটো

চট্টগ্রামের পটিয়ায় মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রয়ের বাধাঁ দেওয়ায় এক প্রতিবন্ধিসহ মহিলাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ১০ মে বিকেলে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪নং ওয়ার্ড, আজিমপুর পাঠানপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসিনা বেগম বাদী হয়ে মাদক ব্যবাসী আশিক চৌধুরী, শাকিল চৌধুরী, মো: জাফর, আহমদ কবির, বাপ্পী, হুময়ুন এর বিরুদ্ধে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এছাড়াও তৌহিদুল ইসলাম খান নামে আরোও এক ব্যাক্তি অভিযোগ দায়ে করেন।এ নিয়ে পটিয়া থানায় বিবাদীগনের বিরুদ্ধে পৃথকভাবে দুটি অভিযোগ দায়ে হয়।অভিযোগ সূত্রে জানাযায়, আশিক চৌধুরী‘র নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবত কচুয়াই আজিমপুর এলাকার মাদক ব্যবসা করে আসছে। এতে তাদের কার্যকলাপে কেউ প্রতিবাদ করলে মারধর ও হত্যা হুমকি প্রদান করে মাদক ব্যবসায়ীরা। আশিক চৌধুরী প্রতিদিন রাতে এলাকায় বাহির থেকে লোকজন এনে এলাকার যুবসমাজকে ধ্বংস করছে। এতে গত ১০ মে হাসিনা বেগম ও তার প্রতিবন্ধি ছেলে ইরফান খান প্রতিবাদ করলে তাদের মারধর করে এবং হত্যার হুমকি প্রদান করেন তারা। আশিক চৌধুরী‘র বিরুদ্ধে পটিয়া থানায় ইয়াবাসহ বেশকয়েকটি মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। এ ব্যাপারে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




আপনার মূল্যবান মতামত দিন: