ব্যানারে নাম না থাকায় আ.লীগ নেতাকে গাছে বেঁধে মারধর!

পটিয়া সংবাদদাতা।। | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ১৮:০৪

পটিয়া সংবাদদাতা।।
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ১৮:০৪

ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের ইফতারের ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা জিতেন কান্তি গুহকে মারধর করে রাস্তায় পাশে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এবং এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে পটিয়া উপজেলা ঝুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।ওই আওয়ামী লীগ নেতা হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহ বলে জানা গেছে। সে ২০১৮ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সামান্য ভোটে হেরে যায়। এলাকায় জিতেন কান্তি গুহ বেশ জনপ্রিয় লোক ছিল। তার হাত পিছমোড়া করে বাঁধা, পরনে জামাহীন, রক্তাক্ত জিতেন গুহের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারিদিকে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ব্যানারে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও দল থেকে বহিষ্কৃত হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমের নাম না থাকাকে কেন্দ্র করে দুপুরে অনুষ্ঠানস্থলে গিয়ে চেয়ারম্যান গালিগালাজ করে ব্যানার টেনে ছিঁড়ে ফেলেন বলে দলীয় নেতা কর্মীদের অভিযোগ। এক পর্যায়ে চেয়ারম্যান বিএম জসিমের লোকজন জিতেন কান্তি গুহকে মারধর করে টেনে কমিউনিটি সেন্টারের বাইরে এনে মেরে রক্তাক্ত করে সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে রাখে।প্রত্যক্ষদর্শীরা জানান, আহত আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে লোকজন উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, “ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। থানায়ও মামলা হয়নি। বিষয়টি জানার পর জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন বলে হুইপ শামসুল হক চৌধুরী ফেসবুক একাউন্ট থেকে একটি ষ্টার্ডাস দেন। এছাড়াও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম আহত জিতেন কান্তি গুহকে দেখতে যান তিনি এঘটনার তিব্র নিন্দা প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে ৩০ এপ্রিল শনিবার পটিয়া উপজেলা আওয়ামীলীগ জিতেন কান্তি গুহ ঘটনায় সাংবাদিক সন্মেলন ডেকেছেন। এনিয়ে আরোও বিস্তারিত সংবাদ চলমান।




আপনার মূল্যবান মতামত দিন: