সাংবাদিক প্লেকার্ড সম্বলিত প্রাইভেটকার থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ২৩:০১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ২৩:০১

ছবি সমসাময়িক
নিউজ ডেস্ক।। যশোরের ঝিকরগাছায় থেকে সাংবাদিক প্লেকার্ড সম্বলিত একটি প্রাইভেটকার থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) রাতে প্রাইভেটকারটি থেকে ফেনসিডিল উদ্ধার করে প্রাইভেটকারটি জব্দ করা হয়। ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্রগুলি উদ্ধারের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এএসআই আশরাফুল, নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ ঝিকরগাছা ও নাভারণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দেশ নিউজ টিভি লেখা সাংবাদিক প্লেকার্ড সম্বলিত একটি প্রাইভেটকারে কতিপয় মাদক কারবারী সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছে। সংবাদ পেয়ে ডিবি পুলিশ ঝিকরগাছা এলাকায় চেকপোষ্ট বসালে মাদক কারবারীরা টের পেয়ে গাড়িটি চেকপোস্ট অতিক্রম না করে রঘুনাথপুর এলাকার রহমানের মেহেগুনি বাগানের প্রাইভেটকারটি ফেলে রেখে পালিয়ে যায়। ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সহযোগীতায় গাড়িটি তল্লাশী করে ১৯৬ বোতল ফেনসিডিল, দেশ নিউজ টিভি লেখা সাংবাদিক প্লেকার্ড, একটি জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, প্রেস আইডিকার্ড, মাইক্রোফোন উদ্ধার করে প্রাইভেটকারটি জব্দ করে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, মাদক পাচারে সংপৃক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: