
স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দরে বিয়ের দাবিতে প্রেমিক সাখাওয়াত হোসেন (২৩) এর বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৯)।
গত ১০ এপ্রিল রবিবার সকাল থেকে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মর্ত্তমন্ডল গ্রামের শাহাপাড়ায় এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন মর্ত্তমন্ডল গ্রামের মোজাম্মেল হোসেন এর পুত্র।
জানা গেছে অনশনে বসা প্রেমিকা চিরিরবন্দর বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সে অভিযোগ করে বলে, "২০১৯ সাল থেকে প্রতিবেশী হওয়ার সুবাদে সাখাওয়াত হোসেন (২৩) এর সাথে আমার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। ছেলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ৬ষ্ঠ সেমিস্টারের মেকানিক্যাল বিষয়ের উপর লেখাপড়া করার সময় তার সাথে আমার নিয়মিত দেখাশুনা হত। সম্পর্ক শুরুর তিন বছরে একাধিকবার বিয়ের কথা বললেও সে কখনোই রাজী হয়নি। কালক্ষেপন করে আমার কথা উড়িয়ে দেয়। এভাবে চলে যায় ৪ বছর। তবে এভাবে আমার কথা উড়িয়ে দিলেও এক পর্যায়ে ২০২১ সালের ১৪ ডিসেম্বর আমার বাড়িতে এসে ফাঁকা একটি এভিডেভিড স্টাম্প নিয়ে এসে বিয়ের কাগজ বলে আমার কাছে স্বাক্ষর নেয় কিন্তু স্বাক্ষরিত সেই স্টাম্প চাইলে সে বলে কোর্টে নাকি আরও কাজ আছে ওই কাগজের। এরপর আর কখনোই সেই কাগজটা আমাকে দেখায়নি এবং পরবর্তীতে আমি জানিতে পারি সেই কাগজটি ছিলো মিথ্যে ও বানোয়াট। এর কয়েকদিন পর আমি তার কাছে বিয়ের সেই কাগজ চাইলে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে সময় ও কালক্ষেপণ করেছে। টানা কয়েকদিন কাগজের জন্য তার প্রতি চাপ প্রয়োগ করলে চলতি বছরের জানুয়ারী মাস হইতে পুরোপুরি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আমার পরিবারের মাধ্যমে অনেক বার তার বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব পাঠাই কিন্তু তার ভাই ও মা রাজি না থাকায় তা সম্ভব হয়নি"।
ওই শিক্ষার্থী আরো জানায় "ও আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে। আমি খোঁজ নিয়ে জানতে পারি, তার বিয়ের ব্যবস্থা তার পরিবার অন্য জায়গায় করতেছে। আমার দাবি, সাখাওয়াত হোসেনসহ তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত আমার অনশন চলবে"।
এদিকে অনশন চলাকালীন সময়ে গত ২৪ ঘন্টায় স্থানীয় সাংবাদিকদের সাথে একাধিকবার কথা হয় সেই শিক্ষার্থীর। এসময় সকলের উদ্দেশ্যে সাংবাদিকদের জানান গতকাল দুপুর থেকেই বিয়ের দাবীতে অনশন চালিয়ে যাচ্ছি। গত রাতে ঝড়বৃষ্টিতেও অনশন ছেড়ে যাইনি। রোজা রেখে এই অনশনে ইতিমধ্যেই ক্লান্ত হয়ে গেছি। ক্রমশ দুর্বল হচ্ছে আমার শরীর। এখন পর্যন্ত বিয়ের দাবী নিয়েই প্রেমিকের বাড়ির দরজায় আছি ঘন্টার পর ঘন্টা। সাংবাদিকদের সাথে কথোপকথনের একসময় আক্ষেপ করে বলেন গতকাল থেকে অনশন করছি, স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান একটি বারের জন্যেও খোঁজ পর্যন্ত নিতে আসেনি। আমি একা একটা মেয়ে রাতের অন্ধকারে ঝড়বৃষ্টি উপেক্ষা করে প্রেমিকের দরজায় প্রহর গুনছি, কিন্তু আমার নিরাপত্তার জন্য কোন প্রকার সহযোগিতা করেনি কেউই। শেষ পর্যায়ে কাঁদতে কাঁদতে বলে উঠেন প্রেমিক সাখাওয়াত হোসেন তাকে বিয়ে না করলে অনশন অবস্থায় আত্মহত্যাও করবেন তিনি। ভালোবাসারর মানুষটিকে নিজের করতে ব্যর্থ হলে পৃথিবী ছেড়ে চলে যাবেন এমনিটাই বলছিলেন অনশনকারী প্রেমিকা।
এ নিয়ে গত রবিবার সকাল হইতে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক সাখাওয়াত হোসেনের বাড়িতে ভীড় জমান এলাকাবাসী।
এ বিষয়ে আউলিয়াপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, "স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি, যাতে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার করে দেয়া হয়"।

আপনার মূল্যবান মতামত দিন: