
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যাবসায়ী ও মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. কাউছার (৩৯) নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। সে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মধ্যম হুলাইন গ্রামের মৃত দিদারুল ইসলামের পুত্র। ৮ মার্চ মঙ্গলবার সকালে পুলিশ মাদক সম্রাট কাউছার কে
গ্রেপ্তার করে। পটিয়া থানার পুলিশ ও স্থানীয় সুএে
জানাযায়, হুলাইন গ্রামের মৃত দিদারুল ইসলামের পুত্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ছাড়াও তার বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পটিয়া থানার এএসআই মো.কামরুল হাসান জানিয়েছেন, মাদকসহ একাধিক মামলার পলাতক আসামী কাউছার এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে ১ বছরের সাজার ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্ধর্ষ সন্রাসী ও মাদক সম্রাট কাউছার কে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে এলাকার লোকজন জানান।

আপনার মূল্যবান মতামত দিন: