দিনাজপুরে শিশু ধর্ষণ মামলায় দুই কিশোরকে নিরাপদ হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ১৫:২২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ১৫:২২

ছবি সমসাময়িক
স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দরে এক শিশুক ধর্ষণ চেষ্টা মামলায় দুই কিশোরকে নিরাপদ হেফাজতে প্রেরণর জন্য আদালত আবেদন করছে পুলিশ। এর আগে গত শুক্রবার (৪ মার্চ) রাতে ওই দুই কিশোরকে (৬) বছর বয়সী নার্সারি পড়ুয়া এক শিশু কন্যাক ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করেন চিরিরবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত দুই কিশোরের মধ্যে একজনের বয়স (১৪) বছর। সে অষ্টম শ্রণীর ছাত্র। অপরজনের বয়স (১২) বছর। সে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। শনিবার (৫মার্চ) তাদেরক ধর্ষন চষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে কিশোর অপরাধ আইন নিরাপদ হাজতে প্রেরণের জন্য আদালতে আবেদন করেন পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদেরকে জেলখানায় নিরাপদ হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার সূত্রে জানা যায়, চিরিরবন্দর ক্যানেলের বাজার এলাকায় (৬) বছর বয়সী নার্সারি পড়ুয়া এক শিশু কন্যা সকালে বাড়ীর পাশে খেলতে যায়। খেলাধুলা শেষে দুপুর ১২ টার সময় বাড়ী ফিরছিলো। এ সময় নারিকেল দেয়ার কথা বলে ওই দুই কিশোর শিশু কন্যাকে ডেঁকে হরিরামপুর ক্যানেলের বাজার এলাকায় টিনের ঘরে একটি কোচিং সেন্টারে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তার পরনের কাঁপড় খুলে ১৪ বছর বয়সি কিশোর তাকে ব্যাঞ্চের উপর শোয়াইয়া ধর্ষনের চেষ্টা করে। অপরজন পাহারা দিয়ে ধর্ষণে সহায়তা করে। এসময় একজন প্রতিবেশী দেখতে পেয়ে শিশুকন্যার মাকে ডাঁক দিয়ে নিয়ে আসেন। তাদেরকে দেখতে পাইলে ওই দুই কিশোর দৌঁড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা দাঁয়ের করলে পুলিশ রাতেই ওই দুই কিশোরকে গ্রেফতার করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, "দুই কিশারকে বিচারক নিরাপদ হাজতে প্রেরণর নির্দেশ নিয়েছি"।


আপনার মূল্যবান মতামত দিন: