মণিরামপুরে ছয়জনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ১৪:৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ১৪:৪৪

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। যশোরের মণিরামপুরে ছয়জনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। উপজেলার রোহিতা শেখপাড়ার জাহিদ হাসান নামে এক কলেজ শিক্ষক গত ২ মার্চ এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, রোহিতা শেখপাড়ার আবুল কাশেমের ছেলে ইউসুফ হোসেন, মনিরুল ইসলামের ছেলে ফিরোজ রানা, জুলো মোড়লের ছেলে আল-আমিন, রফিক মোড়লের ছেলে রয়েল, মৃত মুনছুর মোড়লের ছেলে জিয়াউল ও জিয়াউলের ছেলে নাহিদ। বাদী মামলায় উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার পূর্বশত্রুতা রয়েছে। এর জের ধরে গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তিনি স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আসামিদের বাড়ির কাছে পৌঁছালে তাকে দেখে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তারা তাকে মারধর করেন। এক পর্যায়ে তারা তার জামা, লুঙ্গি ও গেঞ্জি খুলে পিঠমোড়া করে হাত বেঁধে চেপে ধরেন অন্ডোকোষ। এ ঘটনাটি তারা মোবাইল ফোনে ধারণ করেন। গত ২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে আসামি ইউসুফ হোসেন তার নিজ ফেসবুক আইডিতে ওই ভিডিও ছেড়ে দেন।


আপনার মূল্যবান মতামত দিন: