শ্বশুরের বিরুদ্ধে মণিরামপুর থানায় ধর্ষণের অভিযোগ করলো বউমা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ১৫:২২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ১৫:২২

ছবি সমসাময়িক
মণিরামপুর প্রতিনিধি।। যশোরের মণিরামপুর উপজেলায় এক গৃহবধূ আপন শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মামলা দায়েরে করেছে আজ ৪ মার্চ শুক্রবার। এসময় গণমাধ্যমে সাথে কথা হয় ভুক্তভোগী গৃহবধূর বাবার তিনি বলেন বছর দেড়েক আগে উপজেলার ঝাপা গ্রামের আনিছুর রহমানের ছেলে সুমনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। তাদের ৭ মাসের একটি শিশুসন্তান রয়েছে। সপ্তাহখানেক আগে মেয়ে তার বাড়িতে চলে আসে। পরে শ্বশুরবাড়ির লোকজন নিতে আসলেও মেয়ে যেতে রাজি হয়নি। পরে মেয়ে তাদের জানায় তার শ্বশুর জোর খাটিয়ে ভয়-ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এ কারণে মেয়ে আর শ্বশুরবাড়িতে যেতে চায় না। একই অভিযোগ তুলে গৃহবধূ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর তার সাথে অপকর্মে লিপ্ত হতে বাধ্য করে। প্রায় মাসখানেক ধরে এ নির্যাতন চালিয়ে আসছে প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন। এই কারণে আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে এসেছেন। তবে গৃহবধূর স্বামীর মন্তব্য হলো তিনি মাঠে কাজ করতে যান বিধায় এই বিষয়টি সম্পর্কে তার জানা নেই। মনিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী জানান, এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন: