গজারিয়ায় ভয়ঙ্কর মাদক আইসসহ গ্রেপ্তার ৩, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ মার্চ ২০২২ ১০:৪৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ ২০২২ ১০:৪৭

ছবি সমসাময়িক
ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের কাজীপুরা ফেরি ঘাট এলাকা থেকে ভয়ঙ্কর মাদক ১২ কেজি আইসসহ তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ পিস ইয়াবা ও ৮ রাউন্ড গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করা হয়। র‍্যাব-১৫ ও র‍্যাব সদর দপ্তরের বিশেষ দুটি আভিযানিক দল যৌথ অভিযানে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজীপুরা ফেরিঘাট বিপুল পরিমাণ মাদকের চালান জব্দ করেন। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা গজারিয়াতে চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী যানবাহনে তল্লাশি শুরু করে। র‍্যাবের তল্লাশির খবর শুনে মাদক চোরাকারবারীরা গাড়ি থেকে নেমে নৌপথে ঢাকা যেতে চেয়েছিল। পরে তাদের পেছনে ধাওয়া করে বুধবার রাতে কাজীপুরা ফেরি ঘাট এলাকা থেকে আইস, দেড় লাখ পিস ইয়াবা,৮ রাউন্ড গুলিসহ দুটি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদক সহ তাদের আটক করা হয়। উদ্ধার করা মাদক দ্রব্যের বাজার মূল্য আনুমানিক ১৫০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ৫০০ গ্রামের ২৪টি প্যাকেটে ১২ কেজি আইস ছিল।উদ্ধার করা আইস পার্শ্ববর্তী দেশ মায়ানমার বা ভারত থেকে টেকনাফ হয়ে বাংলাদেশে আনা হয় যা নৌপথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। আইসে ইয়াবার মূল উপাদান এমফিটামিনের পরিমাণ অনেক বেশি থাকে। মানবদেহে ইয়াবার চেয়েও বহুগুণ ক্ষতি করে আইস। এটি সেবনের ফলে অনিদ্রা, অতি উত্তেজনা, স্মৃতিভ্রম, মস্তিষ্ক বিকৃতি, স্ট্রোক, হৃদরোগ, কিডনি ও লিভার জটিলতা এবং মানসিক অবসাদ ও বিষন্নতার ফলে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়। সাধারণত ধন্যাঢ্য পরিবারের বখে যাওয়া সন্তানদের মধ্যে আইস সেবনের প্রবণতা বেশি। ১ গ্রাম আইসের বাজার মূল্য ১৫-২৫ হাজার টাকা।


আপনার মূল্যবান মতামত দিন: