সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা; থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৩৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৩৫

ছবি সমসাময়িক
কালিয়া, প্রতিনিধি।। নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতীতে সাংবাদিক বাবলু মল্লিক নামে দৈনিক খুলনা পত্রিকার কালিয়া প্রতিনিধি সাংবাদিক সন্ত্রাসী হমলার শিকার হয়েছেন। ২৭ ফেব্রুয়ারী (শনিবার) বিকেলে তরিকুল ইসলাম রবি নামে এক কথিত ফেসবুক সাংবাদিক এ সন্ত্রাসী হামলা ঘটিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক বাবলু মল্লিক নামধারী ফেসবুক সাংবাদিক তরিকুল ইসলামের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তরিকুল ইসলাম নড়াগাতী থানার কামশিয়া গ্রামের মৃত সিরাজ ফকিরের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, বাবুল মল্লিক তার পেশাগত দায়িত্ব পালনের জন্য নড়াগাতি থানার উদেশ্যে আসার পথে তরিকুল ইসলাম তার মোটর-সাইকেলের গতি রোধ করে কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালিয়ে সাংবাদিকে আহত করে। মারপিটের এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াগাতি থানায় নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় অভিযুক্ত তরিকুল ইসলাম। এ বিষয়ে বাবলু মল্লিক বলেন, আমাকে কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসী হামলা করেছে তরিকুল। ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে এলাকায় চাঁদাবাজীতে সে লিপ্ত অনেক আগে থেকেই। এ সমস্ত ফেসবুক সাংবাদিকদের কারণে আজ এ মহান পেশাটি কলুষিত। আমি এর উপযুক্ত বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি। অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার থাকায় আজ আমি হামলার শিকার। অভিযুক্ত তরিকুলকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: