মণিরামপুরে সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের বাড়িতে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৫

ছবি সমসাময়িক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।। মণিরামপুরের সাবেক সংসদ সদস্য প্রায়ত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খান টিপু সুলতানের মণিরামপুরস্থ বাসভবনে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খান টিপু সুলতানের বড় ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হুমায়ুন সুলতান শাদাব দুপুরে বাড়িতে প্রবেশ করে চুরির বিষয়টি জানতে পারেন। সংঘবদ্ধ চোরচক্র গত ২/৩ দিনের মধ্যে যেকোনো সময় এ চুরি সংঘটিত হয়েছে বলে দাবি করেন তিনি। চোরচক্র ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে থাকা আলমারিগুলো ভেঙে ৫টি স্বর্ণের নৌকাসহ মূল্যবান বহু জিনিসপত্র নিয়ে গেছে বলে দাবি করেছেন হুমায়ুন সুলতান শাদাব। চোরচক্র তাদের ব্যবহৃত ৪টি দা এবং ৩টি শাবল ঘরের মধ্যে ফেলে রেখে গেছে বলে জানানো হয়েছে। খবর পেয়ে দুপুুরে থানার উপ-পরিদর্শক প্রসেনজিৎ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হুমায়ুন সুলতান শাদাব আরো জানান, এ বাড়িতে লোকজন না থাকার কারণে প্রায়ই চুরির ঘটনা ঘটেই চলেছে। জীবনের নিরাপত্তার কথা ভেবে এ বাড়িতে বেশি সময় থাকারও পরিবেশ নেই বলে তিনি দাবি করেছেন। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমন প্রশ্নের জবাবে জানান, ৫টি স্বর্ণের নৌকার মূল্য সম্পর্কে ধারণা নেই। পিতা মরহুম টিপু সুলতান সংসদ সদস্য থাকাকালে এগুলো সম্মননা হিসেবে দিয়েছিলেন জনগণ। এ কারণেই মূল্যবান হলেও পিতার স্মৃতি এখানে রাখতেই এ বাড়িতে নৌকা কটি রাখা হয়েছিল। তাছাড়া প্রায় ৫/৬টি দরজা, ৪/৫টি কাঠের আলমারিসহ ঘরের মূল্যবান সম্পদগুলোই ভেঙে তছনছ করে ফেলেছে চোরচক্র। তবে, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে নিরূপণ করা সম্ভব নয় বলে তিনি দাবি করেছেন। মণিরামপুর থানার ওসি (তদন্ত) গাজী মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত শুরু করেছি।


আপনার মূল্যবান মতামত দিন: