যশোরে ঝুমুর দেবনাথ নামের এক স্কুল ছাত্রীর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০ ১৬:৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০ ১৬:৪৬

ছবি সমসাময়িক
অলিয়ার রহমান কেশবপুর (যশোর) থেকে।। যশোরের কেশবপুরে বৃহস্পতিবার বিকেলে ঝুমুর দেবনাথ (১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রহ্মকাটী গ্রামে। সে ওই গ্রামের অসীম দেবনাথের মেয়ে। পুলিশ লাশ হেফাজতে নিয়েছেন। থানা সূত্রে জানা গেছে, উপজেলার ব্রহ্মকাটী গ্রামে অসীম দেবনাথের মেয়ে ঝুমুর দেবনাথ (১৩) বৃহস্পতিবার বিকেলে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকেরা তাকে দ্রুত কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। সে কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ লাশ হেফাজতে নিয়েছেন। রাত ৯ টা ১০ মিনিটের সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছিল। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ যশোর মর্গে প্রেরণ করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: