মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের মণিরামপুরে শহিদুল ইসলাম নামে একব্যক্তিকে আফ্রিকান মাগুর চাষ করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান অভিযান চালিয়ে এই জরিমানা করেন। উল্লেখ্য আফ্রিকান এই মাগুর সর্বগ্রাসী। এই মাগুরের বিস্তার ঘটলে দেশি মৎস্যসম্পদ বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করা হয়। সেই কারণে সরকার দেশে আফ্রিকান মাগুর চাষ নিষিদ্ধ করেছে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইফুল ইসলাম জানান, শহিদুল ইসলাম পট্টিগ্রামে বাড়ির আঙিনায় ৫-৬ শতকের একটি জলাশয়ে দীর্ঘদিন ধরে আফ্রিকান মাগুর চাষ করে আসছেন- উপজেলা মৎস্য অফিসের এমন অভিযোগের ভিত্তিতে আদালতের অভিযান চলে। অভিযানে শহিদুল ইসলামকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৩ ধারার ক্ষমতাবলে প্রনীত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা-১৯৮৫ এর ১৮ বিধি অনুযায়ী নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ বন্ধে ভ্রাম্যমান আদালত উক্ত আইনের ৫ ধারা অনুযায়ী এক ব্যক্তির ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করেন। এছাড়া জলাশয়ের আড়াই থেকে পাঁচ কেজি ওজনের প্রায় তিনশ’ কেজি মাছ ধরে পেট্রোল ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়।
এদিকে বৈধকাগজ না থাকায় উপজেলার সোহরাবমোড়-সংলগ্ন এলাকায় ‘মা আমেনা’ নামে একটি বেকারির মালিক বাবুকে পাঁচ হাজার টাকা ও বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে সোহরাব মোড়ে আলআমিন স্টোরের মালিক ইসমাইল হোসেনকে একহাজার টাকা জরিমানা করেছেন ইউএনও পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপনকুমার ঘোষ ও বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা শাহাদত হোসেন অভিযানে অংশ নেন।
                                    
        
                                                                                                                
                                            
                                                                        
                                    
                                    
                                
                                    
                                    
                            
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: