যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন; অাদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২ ০৯:৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২ ০৯:৫৩

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি।।

যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনে অভিযোগ তুলে স্বামী মোঃ রিপন হোসেন ও শাশুড়ি ফাতেমা বেগমের বিরুদ্ধে অদালতে মামলা করেছে ভুক্তভোগী গৃহবধূ সাবিনা ইয়াছমিন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত অভয়নগর, যশোর আদালতে মামলাটি করা হয়। যাহার মামলা নং সি আর ৪৫/২২। মামলা সূত্রে জানা যায়, ১০১৬ সালের ৮ মে অভয়নগর উপজেলার লক্ষিপুর গ্রামের মোঃ মুজিবার সর্দারের মেয়ে সাবিনা ইয়াছমিনের সাথে কোতয়ালী থানাধীন বানিয়ারগাতি এলাকার মৃত রবিউল ইসলামের পুত্র মোঃ রিপন হোসেনের সাথে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেনমোহরে বিবাহ হয়। এবং উক্ত বিবাহ ৫ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে রেজিষ্ট্রী হয়। বিবাহের সময় কন্যা পক্ষের থেকে বর ও তার মাতা ৬ আনা ওজনের একটি অংটি যার মুল্য ৩০.০০০ হাজার টাকা, ১ লক্ষ টাকার ঘরসজ্জার যাবতীয় মালামাল, ও জামাতার বড় ভাইকে বিদেশ পাঠাবার জন্য নগত ৬৫ হাজার টাকা নেন। গৃহবধূ তার স্বামীর গৃহে বসবাস করছিলেন তাদের ২২ মাস বয়সি সারফা কানিজ নামের একটি কন্যা সন্তান আছে। সম্প্রতি বেশ কিছুদিন ধরে স্বামী ও শাশুড়ী মিলে গৃহবধুুর বাপের বাড়ি থেকে ২ লক্ষ টাকা যৌতুক আনতে চাপ সৃষ্টি করে। যৌতুকের টাকা আনতে অপারগতা প্রকাশ করলে গত ১ জানুয়ারি শনিবার সকালে স্বামী ও শাশুরী গৃহবধূকে মারধর করে তাকে ও তার শিশু কন্যাকে তারাইয়া দেয়। কোন উপায় না পেয়ে সে তার পিতৃগৃহে চলে আসেন। পরে বিষয়টা নিয়ে দু'পক্ষের ঘরোয়া বৈঠক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও বাংলাদেশ লিগ্যাল এইড এর মাধ্যমে মিমাংসা করিতে ব্যর্থ হলে গৃহবধূ সুবিচার পাইবার আশায় আদালতের শরণাপন্ন হয়।


আপনার মূল্যবান মতামত দিন: