কেশবপুরে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান

অলিয়ার রহমান | প্রকাশিত: ১ জুন ২০২৪ ০০:২০

অলিয়ার রহমান
প্রকাশিত: ১ জুন ২০২৪ ০০:২০

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুরে শুক্রবার সকালে যশোর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কেশবপুর উপজেলা ফুটবল রেফারি সমিতির উদ্যোগে পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ফুটবল রেফারি সমিতির সভাপতি বজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা ও বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান বিশ্বাস। বক্তব্য দেন সংবর্ধিত জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফসিয়ার রহমান, মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ সোহেল আল মামুন নিষাদ, দপ্তর সম্পাদক ফেরদৌস হোসেন, নির্বাহী সদস্য হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের অতিথিরা যশোর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দদের সম্মামনা স্মারক ও টিশার্ট তুলে দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন, উপজেলা ফুটবল রেফারি সমিতির সহসভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, উপজেলা ফুটবল রেফারি সমিতির যুগ্ম সম্পাদক রাজু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান। #




আপনার মূল্যবান মতামত দিন: