মোঃ শাহ্ জালাল।। যশোরের মণিরামপুর উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মনিরামপুর সরকারি কলেজ থেকে শিক্ষা সপ্তাহ-২০২৬ এর শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জি এম রবিউল ইসলাম ফারুকী ও টানা ৪র্থ বার শ্রেষ্ঠ শিক্ষক এবং দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।
গত ১১ জানুয়ারি মণিরামপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম ফারুকী ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমানকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ যাচাই বাছাইয়ে গত বারের মতো কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। এদিকে মনিরামপুর সরকারি কলেজ থেকে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে ২০২১-২২ শিক্ষা বর্ষের একজন প্রাক্তন ছাত্র প্রবাসী মোঃ রানা হোসেন ও শিক্ষক পরিষদের পক্ষ থেকে দুই শিক্ষক'কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় প্রবাসী মোঃ রানা হোসেনের পক্ষে তার পরিবারের সদস্যরা কলেজে এসে ১০ পাউন্ডের কেক কেটে মিষ্টি মুখ করিয়ে শ্রেষ্ঠ দুই শিক্ষক কে ফুল দিয়ে বরণ করেন। বিশেষ এই মুহূর্তে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: