কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৯ মে ২০২৪ ২২:৪৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৯ মে ২০২৪ ২২:৪৭

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রভাত কুমার রায়, পলাশ কান্তি হালদার ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। #




আপনার মূল্যবান মতামত দিন: