নড়াইলে নসিমন উল্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৫৪

ছবি সমসাময়িক
 

কে.এম আলী (বিশেষ প্রতিনিধি)।।

নড়াইলের কালিয়া উপজেলার চাঁন্দেরচর এলাকায় নসিমন উল্টে মো: ইকবাল মোল্ল্যা( ৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মৃত ইকবাল নড়াইল জেলার নড়াগতী উপজেলার চাঁন্দেরচর এলাকার সাহেব মোল্ল্যার পুত্র। জানা যায়, ১৫ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৯ টার দিকে ইকবাল চাঁন্দের চর থেকে নসিমনে যাত্রী ও মালামাল নিয়ে মহাজন বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল এরপর কাঠাদুর নামক ফাঁকা জায়গায় যাত্রী নামিয়ে ব্রিজে উঠতে গিয়ে নসিমন উল্টে খালে পড়ে যায়। এসময় নসিমনের যাত্রী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অানলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ রেজয়ান তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্হানীয়রা বলেন, ব্রিজটি রাস্তা থেকে বেশ উচু হবার দরুন এ ব্রিজ পারাপারের সময় বেশ ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। তারা আরও বলেন সংশ্লিষ্ট কতৃপক্ষের হেলামির কারনেই জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হতে হয়। এ বিষয়ে নড়াগতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা জানান দুর্ঘটনাটা বিষয়টা আমি শুনেছি, দুর্ঘটনার পর তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আপনার মূল্যবান মতামত দিন: