নড়াইলের কালিয়া উপজেলার চাঁন্দেরচর এলাকায় নসিমন উল্টে মো: ইকবাল মোল্ল্যা( ৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মৃত ইকবাল নড়াইল জেলার নড়াগতী উপজেলার চাঁন্দেরচর এলাকার সাহেব মোল্ল্যার পুত্র।
জানা যায়, ১৫ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৯ টার দিকে ইকবাল চাঁন্দের চর থেকে নসিমনে যাত্রী ও মালামাল নিয়ে মহাজন বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল এরপর কাঠাদুর নামক ফাঁকা জায়গায় যাত্রী নামিয়ে ব্রিজে উঠতে গিয়ে নসিমন উল্টে খালে পড়ে যায়।
এসময় নসিমনের যাত্রী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অানলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ রেজয়ান তাকে মৃত ঘোষণা করেন।
এসময় স্হানীয়রা বলেন, ব্রিজটি রাস্তা থেকে বেশ উচু হবার দরুন এ ব্রিজ পারাপারের সময় বেশ ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। তারা আরও বলেন সংশ্লিষ্ট কতৃপক্ষের হেলামির কারনেই জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হতে হয়।
এ বিষয়ে নড়াগতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা জানান দুর্ঘটনাটা বিষয়টা আমি শুনেছি, দুর্ঘটনার পর তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।