নবীনদলের পক্ষ থেকে দেশবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৭

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৭

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদলের পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল কেন্দ্রীয় নির্বাহি কমিটির যুগ্ম -সাধারণ সম্পাদক জনাব মোঃ শেখ মতিয়ার রহমান।

এসময় উৎসবের প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনদের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ঐতিহ্যগতভাবে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রতির এক অনুপম দৃষ্টান্ত যুগ যুগ ধরে সুপ্রতিষ্ঠিত হয়ে আসছে।কিন্তু সাম্প্রতিক অতীতে কিছু সময় আমরা দেখেছি দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য কিছু অসাধু দেশবিরোধী লোক বিভিন্ন অপকর্মের মাধ্যমে একাধিকবার সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। এবারের শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে এমন যেকোন অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি থাকবে। এসময় তিনি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের সহায়তায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে সকলের দৃষ্টি আকর্ষন করেন। এবং তিনি বলেন, এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টকারী যেকোন ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট।




আপনার মূল্যবান মতামত দিন: