মণিরামপুরে আ.লীগ নেতাসহ আটক- ৪

মনিরামপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ০৯:২১

মনিরামপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ০৯:২১

ফাইল ফটো

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শুক্র ও শনিবার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদসহ চারজনকে গ্রেফতার করেছে। শনিবার পুলিশ তাদেরকে আদালতে চালান দেয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলা আ.লীগের সহসভাপতি নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ বিগত সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছত্রছায়ায় থেকে কাশিমনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করা, পুলিশের নামে টাকা আদায়, চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। এ ব্যাপারে সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়।

ফলে শুক্রবার পুলিশ নূর মোহাম্মদকে গ্রেফতার করে। এ ছাড়াও অন্য একটি মামলায় গ্রেফতার করা মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অমল রায়কে। শনিবার ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয় মুন্সিখানপুর গ্রামের মৃত আজ্জাত আলীর ছেলে মাদক বিক্রেতা আবদুস সাত্তারকে।

অন্যদিকে ঢাকুরিয়া এলাকায় নারী নির্যাতন মামলার আসামি সুবোলকাটি গ্রামের সুনীল রায়ের ছেলে আশিষ রায়কে। মনিরামপুর থানার অফিসার ইনচাজ(ওসি) বাবলুর রহমান জানান, শনিবার আসামিদের আদালতে চালান দেওয়া হয়েছে। 




আপনার মূল্যবান মতামত দিন: